আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধিঃ

আজ ৫অক্টোবর,২০২২সালের এইদিনে দৈনিক চলমান বাংলাদেশ অনলাইন পত্রিকায় একটি সংবাদ লেখার মাধ্যমে সংবাদকর্মী হিসাবে আমার যাত্রা শুরু হয়।আমার প্রথম সংবাদের শিরোনাম ছিলো ভোগাইয়ের ভাঙ্গনে নকলা উপজেলার মানচিত্র থেকে বিলীন হতে বসেছে বেনীরগোপ নামক গ্রামটি।পরবর্তীতে আমি দৈনিক আলোকিত সমাচার,ডেইলি পিরোজপুর সংবাদ,দৈনিক আগামীর খুলনা অনলাইন পত্রিকাতে ও দৈনিক লিখনী সংবাদ স্থানীয় পত্রিকা এবং দৈনিক সবুজ বিপ্লব,দৈনিক রুপবানী,দৈনিক ভোরের নতুন বার্তা জাতীয় পত্রিকাতে কিছুদিন করে কাজ করি।আইডি কার্ডধারী সংবাদকর্মী হিসাবে প্রথম কাজ শুরু করি দৈনিক সোনালী সময় পত্রিকাতে।বর্তমানে আমি জাতীয় দৈনিক জবাবদিহি ও অনলাইন দৈনিক সোনালী সময় পত্রিকাতে কর্মরত আছি।আমি সংবাদকর্মী হিসাবে সবচেয়ে বেশি অনুপ্রেরনা ও হাতে কলমে শিক্ষা যাদের কাছে পেয়েছি তাদের মধ্য অন্যতম শেরপুর জেলার সাংবাদিক এস কে সাত্তার,সামেদুল ইসলাম তালুকদার,আল-হেলাল,মনিরুল ইসলাম মনির,মিজান সেখ,হারুন অর রশিদ,প্রভাষক মকবুল হোসেন মুকুল,সামিউল হক,সহকারী শিক্ষক শহিদুল ইসলাম,আজাহার মাহমুদ,আবূত্তি শিক্ষক জান্নাতুন নাহার শারমীনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *