
মোরশেদ রিমন সোনালী সময়
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত চরণ-চারণ পর্বতী ফুজাইরাহ শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১২ মে শাখার সভাপতি জনাব আলহাজ্ব ওসমান গণির সভাপতিত্বে অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জনাব আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান বাবুল, দিদারুল আলম, উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হেফজ্ ও এতিমখানার প্রধান হাফেজ-এ শিক্ষক হাফেজ মাওলানা আবুল কালাম। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি মোসাফ্ফা আট নং শাখার সাবেক সভাপতি মোঃ জিয়া উদ্দিন সিকদার। সাংগঠনিক সমন্বয়কারী জনাব শফিউল আলম, হাবিবুল্লাহ হাবিব ও জানে আলম জাহাঙ্গীর।
শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোর’আন তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আফাজ উল্লাহ , নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন দফতর সম্পাদক মোঃ ইলিয়াস, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সিনিয়র সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান, স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জাহেদ হাসান। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ সোলাইমান,মোঃ হেলাল, মোঃ জসিম। আরো উপস্থিত ছিলেন মোঃ জাবেদ, এয়াসিন উল্লাহ, মোঃ মোরশেদ, মোঃ আনোয়ার ইসলাম, মোঃ জহুর, মোঃ সাইফুল, সিরাজুল ইসলাম। হাফেজ মুহাম্মদ আবুল কালামের পরিচালনায় মিলাদ ও মুনাজাত শেষে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমপ্তি ঘোষণা করা হয়।