
স্টাফ রিপোর্টারঃ- রবিউল আউয়াল, বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের গোবিন্দগঞ্জ টু দিনাজপুর মহাসড়কের বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় পেট্রলপাম্পের সামনে তেসরা অক্টোবর আনুমানিক রাত ৯:৪৫ এ সময় সড়ক দুর্ঘটনায় নওগাঁগামী ওমর ফারুক পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হন । তারা দুইজন রাজশাহী হতে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফিরছিলেন। নিহতরা হলেন ফুলবাড়ি উপজেলার লক্ষীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে পুলিশ সদস্য এস আই জহুরুল ইসলাম। অন্যজন একই উপজেলার লালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৪০)। তথ্যসূত্রে জানা যায় এস আই জহুরল ইসলাম সদ্য বিবাহিত গত দিন তার বিবাহ হয়েছে। মেহেদির রং না শুকাতেই অকালমূত্যুতে প্রাণ চলে যায় এই পলিশ সদস্যের।
পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন মহোদয় হাসপাতালে তাৎক্ষণিক ছুটে আসেন এবং পরিবারকে শান্তনা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।