
মোঃ রিয়াজ
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার।
গাছ বাঁচলে বাঁচবে প্রাণ, গাছ লাগানোর আহ্বান।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন করে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠন।
অদ্য ২৫ জুন ২০২২ শনিবার সকাল ১০ঃ০০ টায় কক্সবাজার পৌরসভার কয়েকটি জায়গায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে এই সংগঠন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলির জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, মাদরাসা সংলগ্ন মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন আলির জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা রফিক বিন ছিদ্দিক সাহেব। কার্যক্রম পরিচালনায় স্বপ্নতরীর হয়ে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ রিয়াজ, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আছেম, সহ-অর্থ সম্পাদক হাফেজ ছামি উদ্দিন, ক্রীড়া সম্পাদক মুহিব্বুল্লাহ নূরী।
এমন একটি মহৎ কাজে সকলে অংশগ্রহণ ও সহযোগীতা করায় স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি মোঃ রিয়াজ।