
মোঃ রিয়াজ উদ্দীন
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা কক্সবাজার মাত্র ১০ মাসের মধ্যে ৪র্থ তম সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অদ্য ২৪ অক্টোবর ২৩ মঙ্গলবার কক্সবাজার পৌরসভার অন্তর্গত তারাবনিয়ার ছরায় অবস্থিত সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা গত জানুয়ারি ২৩ সালে প্রতিষ্ঠিত হয়ে মাত্র ১০ মাসের মধ্যে ৪র্থ বারের মতো সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রহমানিয়া মাদরাসার সম্মানিত মুহতামিম, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি সোলাইমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোকখালী আজিজুল উলুম মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা শাহেদুর রহমান শাহিন, সৈয়দ শামসুন্নাহার হিফয ও নূরানী মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার, তালিমুল কুরআন মডেল মাদরাসার পরিচালক হাফেজ ইব্রাহিম রোহান, আল আক্বসা আদর্শ মাদ্রাসার পরিচালক হাফেজ শামসুল হুদা, রুমালিয়ার ছরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফিদুল আলম, তারাবনিয়ার ছরার বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার জেনারেল বিভাগের শিক্ষক মোঃ রিয়াজ উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাওতুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ রমজান আলী। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে আমপারা সবক গ্রহণ করেন ৭জন শিক্ষার্থী, নাযেরা সবক গ্রহণ করেন ১৩ জন শিক্ষার্থী ও হিফয সবক গ্রহন করে ২জন শিক্ষার্থী। ৪র্থ বারের সবক প্রদান অনুষ্ঠানে মোট ২২জন শিক্ষার্থী সবক গ্রহন করেন। সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সোলাইমান কাসেমী সাহেব।
নব হিফয সবক গ্রহণ করেছে সাকিবুল হাসান ইমন, শামিম মাহমুদ।
নব নাযেরা সবক গ্রহণ করেছে
কাজি ইকরা বিন সায়েম
মো:ইমরান হোসাইন,
ওয়ালিদ বিন ওসমান
মিশআল, তাওসিফ মোঃবিন হাবিব, ওমর ফারুক, রাইয়ান কবির ইহান, মুছাদ্দেক সিয়াম বিশ্বাস, মো:জাকিরুজ্জামান, ফাহিম আলম আহাদ, মোঃ ওমায়েদ আরহাম, মোহাম্মদ বাবু, মিফতাহুর রহমান আওসাফ।
নব আমপারা সবক গ্রহণ করেছে তাওসিফ বিন আলম, ইয়াছির ওসমান রেজা
আম্মার বিন নুর ,আমিরা আল আমজাদ, সাফিয়া বিনতে আরমান, আফনান সুলতানা কানিজ, মোঃ সাঈদ
সভাপতি তার বক্তব্যে মাদরাসার কার্যাবলী, শিক্ষক/শিক্ষিকাদের অবদান ও অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন। এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।