মশি উদ দৌলা রুবেল:

সরাস্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি ফেনী জেলায় আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় যোগদানের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে ফেনী জেলার ছাগলনাইয়া থানার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং জনাব জাকির হাসান, পুলিশ সুপার, ফেনী। তারপর মন্ত্রী কে হেলিপ্যাড থেকে বর্ণাঢ্য মটর শোভাযাত্রা সহকারে ছাগলনাইয়া উপজেলা পরিষদে নিয়ে আসলে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *