
সিরাজগঞ্জের সলঙ্গায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় রহিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (৮ জুন) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার বাদেকুশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত মছির উদ্দিনের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, বৃদ্ধা রহিমা খাতুন বাদেকুশা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গ্রামীন ট্রাভেলসের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।