
জুয়েল আহমেদ :
অমর একুশের গানের রচয়িতা, বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।শনিবার(২৮ মে) দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাসিক মেয়র। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, এএইচএম খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষ থেকে পৃথকভাবে বর্ষীয়ান সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।