
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুরে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।আহত হয়েছেন অন্তত আরো ৪ জন, বুধবার (১০ মে) দুপুর ৩টার দিকে মির্জাপুর শ্বুশান নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আশাশুনির শোভনালী ইউনিয়নের আলাউর গাইনের স্ত্রী তানজিলা বেগম (৪০) ও তার সদ্য জন্ম নেওয়া একদিনের নবজাতক শিশু, অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের স্বামী আলাউদ্দীন জানান,বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে, বাচ্চাটিকে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে এ দূর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার ওসি বিশ্বজিত কুমার (তদন্ত) বলেন, তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।