হারুনুর রশিদ,সাপাহা(নওগাঁ) প্রতিনিধি :
সারাদেশে যেসময় সার নিয়ে ব্যাপক তোলপাড়, ঠিক তখনই মজুদে ব্যাস্ত হয়ে পড়েন পরিবেশকরা। এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে দুই সার ব্যাবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।

বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দেলোয়ার ট্রেডার্সকে নিবন্ধন ব্যাতীত সার ও কীটনাশক সংরক্ষণ করায় ২০ হাজার টাকা ও সদরে অবস্থিত মেসার্স রওশন ট্রেডার্স নামক সার ও কীটনাশকের দোকান থেকে প্রান্তিক কৃষকের কাছে সার বিক্রয় না করে খুচরা বিক্রেতার নিকট সার বিক্রি ও মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ সার ব্যবসায়ীর মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *