বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ারর সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের দড়িপাড়া পাইকড়তলি মধ্যপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত জের ধরে নবীর মন্ডল গং কতৃক রাম-দা হাতে একই এলাকার মৃত সাত্তার মন্ডল এর ছেলে হাবিজার মন্ডল ও তার পরিবারকে প্রকাশে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই বিষয়ে হাবিজার মন্ডল বাদী হয়ে নিজের ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে কয়েকজনের নাম উল্লেখ ও আসামি করে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।উক্ত ঘটনার একটি ভিডিও রেকর্ড এই প্রতিবেদক এর হাতে এসেছে।

জিডি সূএে জানা যায়,সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকড়তলি মধ্যপাড়া এলাকার মৃত সাত্তার মন্ডল এর ছেলে হাবিজার মন্ডল এর সঙ্গে একই এলাকার প্রতিবেশী ১/খোকন (২৭)২/নরুল ইসলাম (৩৫)৩/নুরআলম (৩২)৪/নবীর মন্ডল (৬৮)৫/ কমলা বেগম(৪২)এর সাথে দীর্ঘদিন যাবত জমির সীমানা আইল নিয়ে ঝামেলা চলিতেছে।এমতাবস্থায় গত ২৮/৫/২০২৩ তারিখ সকাল বেলা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে সাথে নিয়ে আমিন দ্বারা জমি মাপযোগ দেওয়া হয়।উক্ত তারিখে বিকেল ৪ ঘটিকার সময় বিবাদীগণ হাতে রাম-দা, হাসুয়া,চাপাতি,লাঠিসোঁটা নিয়ে দল বেঁধে বাদীর বাড়ির সমানে এসে বাদী ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদর্শন করে,তাদের ভয়ে বাদী ঘর থেকে বের হয় নাই,ভয়ে চিৎকার করিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আসামিদের হাতে থাকা রাম-দা,হাসুয়া,চাপাতি,লাঠিসোঁটা কারিয়া নেয়।পরে কয়েকজনের নাম উল্লেখ ও আসামি করে সারিয়াকান্দি থানায় বাদী ও তার পরিবারের জীবনের নিরপত্তা চেয়ে একটি জিডি দাখিল করেন,জিডি নং ১২১৫।

এই বিষয়ে জিডির তদন্ত দায়িত্ব থাকা এসআই আব্দুল কাইয়ুম ঘটনার বিয়টি শিকার করে বলেন,জিডি কোটে পাঠানোর প্রস্তুতি চলছে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!