
মোঃ আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের বামিহালে সাব্বির ইলেকট্রনিকস এর শো রুম চুরি হয়েছে।
আজ (সোমবার) আনুমানিক রাত ১২ টার পরে ঘটনাটা ঘটে। সাব্বির আহমেদ সুমন মৌগ্রামের রুবেল হোসেনের ছেলে। শোরুম হতে ৬ টি এল জি ফ্রিজ, ৩০-৩৫ পিচ এলইডি মনিটর, অ্যান্ড্রয়েড মোবাইল, বাটন মোবাইল, ফ্যান,ও লন্ডি মেশিন চুরি হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।
শোরুমের কর্মচারি রাব্বি ও আশিক বলেন, আমরা প্রতিদিনের মতো সন্ধা ৭ টায় শো রুম বন্ধ করি আর সকাল ৮ টায় শো রুম খুলি। আজ শো রুম খোলার সময় এসে দেখি শাটার এর তালা নাই । তারপরে ভিতরে গিয়ে দেখি শো রুমের মালামাল বিভিন্ন জায়গায় থেকে চুরি হয়েছে।
শো রুমের মালিক সাব্বির আহমেদ সুমন বলেন, আমার শো রুম টি বামিহাল বাজার থেকে একটু দুরে তাই নাইট গার্ট নাই, তবে সিসি ক্যামেরা ছিলো বাহিরের দুইটা সিসি ক্যমেরার সংযোগের তার কাঁটা দেখতে পাই, ভিতরেও একটি ছিলো, তবে বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ না থাকার কারনে চোরকে চিহ্নিত করতে পারছি না। আমার প্রায় ৪- ৫ লক্ষধিক টাকার মালামাল চুরি হয়।
২০/০৩/২০২৩ ইং