
বেল্লাল হোসেন বাবু, নাটোর:
নাটোরের সিংড়ায় জলারবাতা এলাকায় ময়লা ফেলানো পাশে ব্রীজের রেলিং থেকে পানিতে পড়ে সিংড়া বাসস্ট্যান্ডের সাগর সু ষ্টোরের সাগর (২৪)নামে মানুষিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার গোডাউনে পাড়া মহল্লার আঃ মান্নানের পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সাগর সে তাহার বাবা আঃ মান্নানের সাথে মোটরসাইকেল নিয়ে কোন একজায়গায় যাবার পথে জোলারবাতা এলাকায় পৌর এলাকার ময়লা ফেলানোর পাশে ব্রিজের পাশে আসলে মোটরসাইকেল এর সমস্যা হয়।এমন অবস্থায় সাগরের বাবা আঃ মান্নান মোটরসাইকেল এর চাকা দেখতে লাগে এমন অবস্থায় মানুষিক প্রতিবন্ধী সাগর ব্রীজের রেলিং এ বসতে গিয়ে উল্টে পানিতে পড়ে যায়। পরে তাহার বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করে।