
সিরাজগঞ্জ তাড়াশ থেকে মোঃ শরীফ আহমেদঃ
আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কর্মসূচী,
২৩ জুন বাংলাদেশ
আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ৯.৩০ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ১০ টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,
সকাল১০.৩০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত । প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ এম পি মহোদয়।
সভাপতিত্ব করেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার ।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের তাড়াশ উপজেলা,পৌর,ইউনিয়ন, ওয়ার্ড শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।