
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন ১০নং কৈজুরী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের অন্তর্গত ভাটপাড়া গ্রামস্থ সোনালী সিনেমা হলের সামনে জনৈক ছবাই প্রামানিক এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০(তিনশত) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জুয়েল রানা (৩৮), পিতা-মৃত ডাঃ নবী হোসেন, মাতা-মোসাঃ আনোয়ারা খাতুন, সাং-ভাটপাড়া, থানা- শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।