মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যানজট মুক্ত,মহাসড়ক সংস্কার ও সড়ক দুর্ঘটনা হ্রাস সংক্রান্তে সাসেক-২ প্রকল্পের কর্মকর্তাদের সাথে হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ (৯জুন)দুপুরে সিরাজগঞ্জ রোডের সড়ক ও জনপদ অধিদপ্তরের হল রুমে হাইওয়ে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন,সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়।

সমন্বয় সভায় আসন্ন ঈদুল আজহায় মহাসড়ককে যানজটমুক্ত করার লক্ষে সাসেক কর্মকর্তাদের সাথে ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

এ সময়, প্রধান প্রকৌশলী দিদিরুল ইসলাম,উপ-প্রকল্প ব্যাবস্হাপক সরফরাজ হোসাইন ,উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম ,হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃলুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় এসপি মুনশী শাহাবুদ্দীন বলেন, মহাসড়কের যানজটের কারন গুলো চিহ্নিত করে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের অতি দ্রুত সড়ক মেরামতের পরামর্শ প্রদান করেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *