
সাথী সুলতানা, স্টাফ রিপোটার ঃ
সিরাজগঞ্জ সদর পিপুলবাড়িয়া বাজার এলাকায় দত্তবাড়ি রোডে আমির হোমিও হল নামে একটা চিকিৎসা চেম্বারে আসল ডাক্তার আমিরুল ইসলাম থাকেন ঢাকায় আর নকল ডাক্তার আঃ হামিদ দিচ্ছেন চিকিৎসা। উক্ত চিকিৎসা চেম্বারে সাইনবোর্ড ও ব্যানারে যে যোগ্যতা উল্লেখ করা হয়েছে সে যোগ্যতা অনুযায়ী ডাক্তার আমিরুল ইসলাম ঐ চিকিৎসা চেম্বারে বসেননা এবং কোন রুগীও দেখেন না এদিকে গত ১০ ই সেপ্টেম্বর ২০২৩ ইং ঘটনা স্থলে সরেজমিনে গিয়ে জানা যায় আমির হোমিও হলে ডাক্তার আমিরুল ইসলাম নেই তার পরিবর্তে তার বৃদ্ধ বাবা আঃ হামিদ চিকিৎসা বিষয়ে কোন অভিজ্ঞতা ছাড়াই নিয়মিত চেম্বার খুলে রোগী দেখছেন এবং বিভিন্ন জটিল কঠিন রোগের চিকিৎসা সেবা দিচ্ছেন । এবং কখনও চিকিৎসা দিতে ভুলে গেলে ঢাকায় থাকা ছেলে ডাক্তার আমিরুল ইসলামকে ফোন করে চিকিৎসা সেবা জেনে নেন।
অন্য দিকে ডাক্তার আমিরুল ইসলাম বলেন আমি ঢাকায় থাকি প্রতি মাসে একবার করে বাসায় গেলে চেম্বারে গিয়ে বসি। এ অবস্হায় আমিরুল ইসলাম তার যোগ্যতা অনুযায়ী প্রেসক্রিপশন পত্র ও ব্যানার সাইনবোর্ডে ডাক্তার শব্দ লেখার সরকারি ভাবে কোন অনুমতি নেই তবুও তিনি নামের আগে ডাক্তার শব্দ লিখে প্রচার করছেন এবং প্রতিদিন চেম্বারে রোগী দেখছেন বলে টাইম উল্লেখ করছেন।
রোগীরা সাইনবোর্ডে ডাক্তারের যোগ্যতা দেখে চিকিৎসা সেবা নিতে এসে আসল ডাক্তারকে না পেয়ে প্রতারনার স্বীকার হচ্ছেন। এতে এলাকার সাধারণ মানুষ ও রোগীরা প্রতারিত ও হয়রানির শিকার হচ্ছে।
চিকিৎসা নিতে আসা কালাম নামের একজন রোগী বলেন যে ডাক্তার সে নেই সে নাকি ঢাকায় থাকে তাই এখানে যে আছে তার কাছ থেকেই ঔষধ নিলাম কি হবে বলতে পারবোনা।
তাই এই সকল অনিয়ম দূর্নীতি ও ভুয়া ডাক্তার এর প্রতারনার হাত থেকে এলাকার সচেতন মহল মুক্তি পেতে প্রসাশন কতৃপক্ষের সুনজর জরুরী কামনা করেন এবং এই ভুয়া ডাক্তার ও তার চিকিৎসার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।