
সিলেটের ফতেহপুর কামিল মাদ্রাসা থেকে তাফসির বিভাগে
উত্তীর্ণ নূরুল্লাপুরে’র সন্তান লতিফী
হাফেজ সালেহ আহমদ
বার্তা সম্পাদক
আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।নিশ্চয়ই আল্লাহ তা’আলা তাঁকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তা’আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন। কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। – [লুকমান (আ:)]
আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। – [ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)]
যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতোটা সম্ভব এড়িয়ে চলুন। এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।
সিলেট জেলাধীন ফতেহপুর কামিল মাদ্রাসা থেকে তাফসির বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে মাদ্রাসা থেকে পাগড়ি, আবা ও বিভিন্ন উপহার সামগ্রী গ্রহণ করছেন আমাদের প্রিয় ব্যাক্তি,সিলেটের সুপরিচিত বিশিষ্ট ওয়াইজ,বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ ও লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক উপজেলার ক্যাশিয়ার, নূরুল্লাপুর গ্রামের কৃতি সন্তান, ছাতক পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের ফকিরটিলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওঃ মোসাদ্দেক হোসেন লতিফ সাহেব ছাতকী।