নরসিংদী জেলা



সিলেটে আটকে পড়া বন্যার্তদের সহযোগিতার করতে নরসিংদীর পলাশ উপজেলা থেকে এগিয়ে এসেছে ৪ সামাজিক সংগঠন। ৷বৃহস্পতিবার ২৩ জুন) বন্যার্তদের সহযোগিতার করতে সিলেটের উদ্দেশে পলাশ ছেড়েছেন উদ্দীপ্ত তারুণ্য, সরকারচর স্বেচ্ছাসেবী যুব সংগঠন, র‍্যাপিড সর্ভিস টিম ও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন।

গত কয়েকদিন যাবত অনলাইন ও অফলাইন থেকে ফান্ড সংগ্রহ করে বৃহস্পতিবার (২৩জুন) ৩৫০ এর অধিক পেকেজিং সম্পন্ন করে ৪ সংগঠন এর সদস্যরা। প্রতি পেকেটে রয়েছে চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, খাবার সেলাইন, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ, বাচ্চাদের খাবার দুধ, ও মেয়েদের জন্য সেনেটারি নেপকিন সহ প্রায় ৯ টি পন্য।

এ সময় সদস্যরা জানান প্রথম ধাপে আজকে ৩৫০ এর অধিক পরিবারের মধ্যে খাবার পৌছে দিতে সিলেটের উদ্দেশে রওনা হয়েছে আমাদের একটি টিম । এবং পরবর্তী ধাপে চাল ডাল তেল পিয়াজ আলু রেগুলার খাবার ৫০০ এর অধিক পরিবারের কাছে খাবার পৌছে দিতে রওনা হবে আমাদের আরেকটি টিম। অফলাইন ও অনলাইনে আমাদের যারা সহযোগিতা করেছেন সবার কাছে আমরা দোয়া প্রার্থী আমরা যেন আপনাদের বিশ্বাস সঠিক ভাবে বন্যার্তদের মধ্যে বিতরণ করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *