
মোঃ মাহাবুব আলম
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
আজ ২২ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক জশনে জুলুস ও বনাঢ্য আনন্দ র্যালী বের করা হয়।
১২ রবিউল আউয়াল প্রিয় নবী রাসুল (সাঃ) শুভ আগমন উপলক্ষে এ আনন্দ র্যালীতে অংশ নিতে সীতাকুণ্ডের গাউসিয়া কমিটির সকল ইউনিটের সদস্যগন অংশ নেন। জুমার নামাজের পর থেকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ডিএবি ফিলিং স্টেশনে হাজার হাজার নবী প্রেমিকরা এ সমাবেশ ও র্যালীতে অংশ গ্রহণ করেন। উপজেলার ছোট কুমিরা হয়ে সিটিগেইট মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিলাদ- কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য র্যালীটি। সমাবেশে বক্তারা আগামী ১২ই রবিউল আউয়াল আনজুমান- এ- রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবীকে সফল ও স্বার্থক করে তোলার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান।
সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড সংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি। সীতাকুণ্ড সংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি তার বক্তব্যে বলেন, আমরা নবী প্রেমিক সুন্নি মুসলমান, আজকে নবীর শানে এবং মুহব্বতে আমরা এখানে এসেছি রাসুল (দ.)-এর সুন্নতকে জিন্দা করতে। আমরা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হানাহানি চাই না। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করায় সরকার সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আজকের র্যালী সমাবেশে প্রমাণ করে আমরা যারা এসেছি,সবাই নবী প্রেমিক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, ডক্টর কামাল উদ্দিন আজহারী, হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল আলীম রেজভী,আলহাজ মুহাম্মদ সাইফুল আলম, মুফতি আবুল আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, বিশিষ্ট সমাজ সেবক জসিমউদ্দিন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজিম উদ্দিন, কুমিরা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, বারৈয়াঢালার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন ও মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ
পরিশেষে মুনাজাত পরিবেশন করেন হজরতুলহাজ্ব মুহাম্মদ ইউনুস রজভী, দেশ ও জাতির জন্য এবং সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।