সুজানগরে আ’লীগের গৌরব ঐতিহ্য সংগ্রামের ৭৩ বছরের শোভাযাত্রা

 

এম মনিরুজ্জামান, পাবনা:

 

গৌরব ঐতিহ্য সংগ্রামের ৭৩ বছরে “গণমানুষের পাশে আওয়ামী লীগ”প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে, দলীয় কার্যালয়ের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সিরাজুল ইসলাম শাহজাহান, আব্দুল মতিন মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হাই, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুবোধ কুমার নটো, সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক ক্রীড়া বিষয়ক সরদার আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও সাধারণ সম্পাদক শেখ মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!