
এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানিকদীরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল। বিএনপির নেতা বাদশা মেম্বারের সভাপতিত্বে ও জেলা সৈনিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, জেলা যুবদলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক ইউপি সদস্য রফিক বিশ্বাস, যুবনেতা কামাল শেখ, ইউসুফ আলী টোকন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন জোয়ার্দার,পাপ্পু প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওঃ ইউসুফ আলী। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।