
সোহেল রানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা না পেয়ে এক কৃষককে (৫৫) শিকলে বেঁধে নির্যাতন করার ঘটনায় সুদে কারবারি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মশিন্দা শিকারপাড়া গ্রাম থেকে ওই সুদেকারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কৃষকের স্ত্রী বাদি হয়ে সুদেকারবারি আব্দুল আজিজের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে অভিযুক্ত আব্দুল আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার বাড়ি থেকে ওই কৃষককে জোরপূর্বক তুলে নিয়ে শিকলে বেধে নির্যাতন করেন অভিযুক্ত আব্দুল আজিজ। সুদেকারবারির বাড়িতে ওই কৃষককে আটক করে রাখা হয়। সুদেকারবারি আব্দুল আজিজের বাড়ি গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা শিকারপাড়া গ্রামে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান বলেন, কৃষককে শিকলে বেঁধে রাখার ঘটনাটি তিনি জানতে পারেন। এর প্রেক্ষিতে রবিবার সকালে আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।