
জেলা প্রতিনিধি::
বাংলদেশ নৌ-বাহিনী(নেবি) অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার উদ্যোগে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপুর ইউনিয়নে ৫ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে চাল,ডাল, তেল,আলু,পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে বাংলদেশ নৌ-বাহিনী(নেবি) অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার সভাপতি কমোডোর খুরশেদ মালিক ও মহাসচিব ক্যাপ্টেন মহসিন হাবিবের নেতৃত্বে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লেঃ কমান্ডার অবসরপ্রাপ্ত পি কে দেবনাথ,টপ ওয়ান সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. আবু কাউসার,সহ দপ্তর সম্পাদক রুকনুজ্জামান সজল প্রমুখ। তারা বলেন সুনামগঞ্জে এই ভয়াবহ বন্যার খবর টেলিভিশনে দেখেই মূলত আমরা এই ভানবাসি মানুষদের সহায়তা করতে ত্রান নিয়ে এসেছি। ##