আমির হোসেন,
জেলা প্রতিনিধি::
সিলেটের সমাজসেবক সৈয়দ নামিস আহমদ রাহির ব্যক্তি উদ্যোগে সুনামগঞ্জের ৭৫০ জন ভানবাসি অসহায় মানুষের মাঝে শুকনো খাবার চিড়া,মুড়ি,গুড়,মিনারেল ওয়াটার,ওরস্যালাইন,ব্রেড ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সরকারী কলেজ,নার্সিং কলেজ বিল্ডিংও পূর্ব সুলতানপুরে আশ্রয় নেয়া ভানবাসিদের মধ্যে এ সময় শুকনো খাবার বিতরণ করেন সিলেট মহানগর তাতিলীগের ত্রান,পূর্ণবাসন ও র্দূযোগ ব্যবস্থাপনা সম্পাদক মো.আরিফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সমাজসেবক মো. নুরুল,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা বিপ্লব কান্তি সরকার,সজীব দে,রাজীব আহমেদ,আফজল হোসেন,এরশাদ আহমদ,সমাজসেবক ফারহান,জুবায়ের আহমদ,সুব্রত দাস,আবু ছালেক,মাছুম প্রমুখ।

সিলেট মহানগর তাতিলীগের ত্রান,পূর্ণবাসন ও র্দূযোগ ব্যবস্থাপনা সম্পাদক মো.আরিফ হোসাইন বলেছেন,এই ত্রান সামগ্রী সিলেটের সমাজসেবক সৈয়দ নামিস আহমদ রাহির ব্যক্তি উদ্যোগে সুনামেগঞ্জের ভানবাসি মানুষজনের মধ্যে বন্টন করতে পেরে নিজেদের খুব ভাল লাগছে। এই সময়টাতে সুনামগঞ্জের সকল ভানবাসি অসহায় মানুষজনের পাশে দাড়াঁতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *