জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গুচ্ছগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে গুচ্ছগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি চাল,সাড়ে ৩ কেজি ডাল,তেল চিড়া,গুড় ও বিস্কুট হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন লে ঃ কমান্ডার মো. সোহেল মোল্লা,ক্যাপ্টেন মো. শরিফ আহমদ ও কমান্ডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেছেন দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!