আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

সারাদেশের মতো নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে
শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। রবিবার (০৪ সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকা থেকে ৫নং চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন ভোটারদের নিবন্ধন কার্যক্রম (ছবি তোলা) শুরু হয়।

ভোটার তালিকায় নিবন্ধন করতে আসা নতুন ভোটারদের প্রচন্ড গরমের মধ্যে শরবত খাওয়ালেন ৪নং ওয়ার্ডের মেম্বার মঞ্জুরুল আলম।

মেম্বার মঞ্জুরুল আলমের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নবীন ভোটারবৃন্দ ও এলাকাবাসী।

এসময় ইউপি সদস্য
মঞ্জুরুল আলম বলেন, ৪নং ওয়ার্ডের আজকে প্রায় এক হাজার নবীন ভোটারের ছবি তোলা হচ্ছে,আমি জনপ্রতিধি হিসেবে আমার নৈতিক দ্বায়িত্ববোধ থেকে প্রচন্ড গরমের মধ্যে ছবি তুলতে আসা নতুন ভোটারদের মাঝে শরবত দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেছি। সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে, এজন্য নবীন ভোটারদের ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।


এবার ভোটার হালনাগাদ কার্যক্রমে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরও নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে যাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় ‍যুক্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *