
রাস্তায় কুড়িয়ে পাওয়া ফল যাদের সম্বল তারা আজ তৃপ্তিসহকারে মৌসুমি ফল খেয়েছে।
আর এই সুযোগটি করে দিয়েছে সামাজিক সংগঠন ‘সেভিয়র ফাউন্ডেশন’ (SAVIOR FOUNDATION)।
শনিবার (১৮জুন) বিকেলে রাজশাহী রেলওয়ে বস্তিতে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের নিয়ে সংগঠনটির ২য় মৌসুমি ফল উৎসব পালিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. পারভেজ তৌফিক জাহেদী, সাধারণ সম্পাদক রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন, বিশেষ অতিথি ড. জাকির আল ফারুকী, সহকারী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ড. নাজনীন সুলতানা, ভাইস প্রিন্সিপাল রাজশাহী সরকারি মহিলা কলেজ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সরকার শাহিন মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রাকিব, নাটোর জেলা সভাপতি নাসিম উদ্দিন, সম্মানিত সদস্য স্মৃতি মন্ডল, নাবিল রেজভী, নাফসানা আনজুম, মীর সাজ্জাদ, শামীমা সুলতানা, ফারিহা, হয়রত আলী, নয়ন মাহমুদ, তুহিন উদ্দিন, গোলাম হোসেন, জুবায়ের সেতু, শিশ মাহমুদ, ইমরান মাহমুদুল, কাফি, জাহাঙ্গীর, মুবিন, নাহিদ, জুহি, বিথী, আঁখি প্রমুখ।