
প্রিয় আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আচ্ছালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আসছে ২২শে অক্টোবর ২২ইং ২৫শে রবিউল আওয়াল ১৪৪৪ হিজরী শনিবার সারাদিন ব্যাপি
হলদিয়া হযরত ঈমাম হোসাইন রাদিআল্লাহু স্মৃতি সংসদের ব্যাবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশশান নুরানি মাহফিল।
উক্ত মাহফিলে মেহমানে আলা হিসেবে তাশরিফ আনিবেন দরবারে বেতাগী আস্থানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ মাদ্দাজিল্লুহুল আলি।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উত্তরের সাধারণ সম্পাদক হযতুলহাজ্ব আল্লামা ইদরিছ আনসারি ছাহেব মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকিবেন সুন্নীয়তের ময়দানে আলোকিত বক্তা আল্লামা শেয়খ মুহাম্মদ সোলাইমান আলী রেজভী মাদ্দাজিল্লুহুল আলি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন তরুণ আলোচক মাওলানা সাঈদ উল্লাহ ফতেপুরী ছাহেব। মাহফিলে উদ্ভোধনী বক্তব্য রাখবেন ঈমাম আবু হানিফা রাহমাতুল্লাহি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু আহম্মদ ছাহেব
এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট সংগঠক আল্লামা জাফর আলম নুরী ছাহেব মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা দিদারুল আলম আলকাদেরী ছাহেব।
উক্ত মাহফিলে সর্বস্তরের সুন্নী জনতা দলে দলে যোগদান করে মাহফিলকে রৌনক করার লক্ষে উপস্থিৎ থাকার জন্য সবিনয় অনুরোধ যানিয়েছেন হযরত ঈমাম হোসাইন রাঃ স্মৃতি সংসদের কর্মকর্তা ও সদস্য বৃন্দ,ও মাহফিল এন্তেজামেয়া কমিটি।