
স্টাফ রিপোর্টার
রংপুরে পীরগাছায় কদমতলা সুন্দরগঞ্জ রোড়ে হাতি দেখতে গিয়ে জান্নাতি নামে একটি শিশুর মৃত্যু হয়।এনছার আলীর মেয়ে জান্নাতি (৬)
জানা যায় জান্নাতি রাস্তা পাশে দাঁড়িয়ে হাতি দেখতে থাকে। ওই সময় রংপুর থেকে যাএী নিয়ে আসা অটোটির সামনে কুকুর দেখে নিয়ন্তন হাড়িয়ে পড়ে শিশুটি উপরে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।অটোর যাএীরা আহত হয় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।
পরে এলাকাবাসী উওেজিত হয়ে যানবাহন চলা চল বন্ধ করে। পীরগাছা থানা পুলিশ ও উপজেলার চেয়ারম্যান এসে পরিস্থিতি শান্ত করে।