
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে বিয়ে করতে আসেন ৪৫ বছরের মোঃ আলাউদ্দিন।
খুব গোপন সুএে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে মোঃ আলাউদ্দিনকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন এবং এবং ভবিষ্যতের জন্য সাবধান করে দিয়েছেন
গতকাল বৃহস্পতিবার বিকেলে আমানুল্লাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে দণ্ডপ্রাপ্ত বর মোঃ আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীর আরাফাত।
তিনি বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুকে চট্টগ্রাম থেকে বাড়িতে এনে গোপনে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
পরে বিয়ে করতে আসা বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৮ বছরের আগে স্কুলছাত্রীকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।
অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেন।