
মোঃ রবিউল আলম ষ্টাফ-রিপোর্টার।
এদেশে সংখ্যা গরিষ্ঠ জনগন তাসাউফপন্থী হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে বিভক্তির কারণে সুফিবাদীরা সবসময় অবহেলিত ছিলো,কখনো তাদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
আসুন,১৮ই মার্চ শনিবার বিকেল ২টায় জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে অনৈক্যের সকল প্রাচীর ভেঙ্গে দিয়ে সমস্ত অশুভ শক্তির মোকাবেলায় মহাবিদ্রোহী হয়ে মহাজাগরণের শ্লোগান তুলি।প্রমাণ করি,বাংলাদেশে প্রচলিত অপরাজনীতির খোলস থেকে বেরিয়ে এসে নিজেরা বদলে যেতে পারি,সমাজকেও বদলে দিতে পারি। আসুন সমাজ পরিবর্তনের জন্য সম্মিলিতভাবে আস্থার জায়গা তৈরি করি,মানুষের ভালোবাসার শক্তির জায়গা তৈরি করি।
✍️ এম, সোলাইমান ফরিদ
প্রেসিডিয়াম সদস্য
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।