received 339024915369898


মোঃ আল আমিন, সিংড়া( নাটোর) প্রতিনিধি:

received 1278030686232015received 344024871485067
ক্ষমতাসীন সরকার যা ওয়াদা করে অক্ষরে অক্ষরে সেই প্রতিশ্রুতি পালন করে বলেই গত ৩৭ বছরের চেয়ে বিগত ১৪ বছরে বেশি উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় ও দূর্গাপুর আইডিয়াল টেকনিক্যাল হাই-স্কুল ও কলেজ-এর নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিমতই ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

পলক বলেছেন, ইউনিভার্সিটিতে পড়ার সময় কম্পিউটার কোখনো চোখে দেখিনি। আজকে ক্লাস সিক্স-সেভেনে পড়া আমাদের ছেলে-মেয়েরা কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিখতে পাড়ছে। সিংড়ার ৩৪৫টি স্কুল-কলেজ-মাদরাসার ৮৫ হাজার ছেলেমেয়ে যেনো পড়াশোনা শেষ করে সম্মানজনক কর্মসংস্থান করতে পারে তার জন্য জয় ভাই শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার স্থাপন করে দিয়েছেন। নলেজ পার্ক করে দিয়েছেন। টেকনিক্যাল সেন্টার, স্কুল ও কলেজ করে দিয়েছেন। এখানেই আমরা আগামী ৫-১০ বছরে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আর যেহেতু আপনারা আমাকে পর পর তিন বার নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই এতো উন্নয়ন করতে পেরেছি। একটি ভোট কত শক্তিশালী ১৪ বছরে তার প্রমাণ সিংড়াবাসী পেয়েছে। ভুল সিদ্ধান্তের খেসারতও ৩৭ বছরে আমরা দিয়েছি।

অনুষ্ঠানে প্রতিশ্রুতি পূরণে চেষ্টার ত্রুটি করেননি জানিয়ে যারা অপ্রাপ্তি থেকে অসন্তুষ্ট হয়েছে তাদের কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করে আইসিটি প্রতিমন্ত্রী।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন
১৫/১০/২৩ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *