
মশি উদ দৌলা রুবেল :
৫৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ০৪ বোতল বিয়ার ক্যান ও ১ টি মোটরসাইকেলসহ ০১ জন আসামী গ্রেফতার করে জেলা পুলিশ, ফেনী।
গত ২৯ মে ২০২৩ ইং ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম সিলোনীয়া গ্রামস্থ বেদে পল্লি সংলগ্ন লালপোল রাস্তার মাথায় বিশেষ অভিযান পরিচালনা করা কালে ধৃত আসামী ০১। মাহমুদুল হাসান (২৫), পিতা-আবুল বশর, মাতা-মনোয়ারা বেগম, সাং-বরইয়া (তাজ মোহাম্মদ ভূঁইয়া বাড়ী), ০৭নং ওয়ার্ড, ০৪নং ধর্মপুর ইউপি, থানা ও জেলা-ফেনী এর হেফাজত হইতে ৫৯ (ঊনষাট) বোতল ফেন্সিডিল ও ০৪ (চার) বোতল বিয়ার (ক্যান), যাহার মধ্যে ০১টি বিয়ার (ক্যান) খালী, আসামীদের ব্যবহৃত ০১টি মোটর সাইকেল সহ গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে অপর পলাতক আসামী ০২। মোঃ নিলয় (২৫), পিতা-অজ্ঞাত, সাং-বারইয়ারহাট, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম নাম ঠিকানা প্রকাশ করে। উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলার রুজু প্রক্রিয়াধীন।