
মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার।
দক্ষিণ চট্টলার স্বনামধন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সাতকানিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে মঞ্চে উপবিষ্ট হয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,কর্মচারীবৃন্দ ও নবাগত শিক্ষার্থীবৃন্দ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রফেসর আবু বকর মজুমদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, প্রফেসর আবু রায়হান মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক এবং পদার্থ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মনছুরুল আলম ইরশাদ।সভাপতি হিসেবে আসনে উপবিষ্ট হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং একাদশ শ্রেণির ভর্তি কমিটি ২০২৩-২৪ এর আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। মঞ্চে আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোরশেদ আলম, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শেখ মুজিবুর রহমান, রোভার ডেন এর ইউনিট লিডার এবং ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো: ফজলুল কাদের চৌধুরী প্রমুখ।এতে প্লাটুন কমান্ডার (পিইউও) মো. সাইফুল ইসলাম এর অধীনে প্লাটুন ইনচার্জ, সার্জেন্ট মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে বিএনসিসি ক্যাডেটরা ওতপ্রোতভাবে অনুষ্ঠানের ভাবমূর্তি রক্ষার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে গেছে।পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ রোভার স্কাউট এর অত্র কলেজের ইউনিট।❝শিক্ষার গুরুত্ব, কলেজ পরিচিতি,মান বৃদ্ধি, যোগ্যতা অর্জন, মেধাশ্রমের উদাহারণ, মেধাশক্তি-কে কাজে লাগিয়ে কিভাবে মনোযোগী হওয়া যায়,ভবিষ্যৎ স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়ন করা❞ এসব বিষয়ের ওপর আলোকপাত করেন অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ-রা।
অবশেষে সবার দীর্ঘাঙ্গ সুস্বাস্থ্যে কামনা করনা উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।