
মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার।
লোহাগাড়া উপজেলায় সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে অনুমোদন পেলেন এ্যাডভোকেট জমির উদ্দিন ও মুহিবুল হাসান রাফি
তাদের-কে আন্তরিক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও স্বাগতম
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা- Center For The Enforcement of Human Rights and Legal Aid- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্ব সম্মতিক্রমে লোহাগাড়া উপজেলা শাখা,চট্রগ্রাম জেলা এর সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে অনুমোদন পেয়েছেন মানবতা বাদী- এ্যাডভোকেট ও সমাজ কর্মী- জমির উদ্দিন এবং মানবতা বাদী- সাংবাদিক,সমাজ কর্মী ও মানবাধিকার কর্মী- মোঃ মুহিবুল হাসান রাফি।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা-Centre For The Enforcement of Human Right And Legal Aid – এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম,শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
আপনাদের মানবিকতা, আন্তরিকতা, মেধা ও শ্রমের মাধ্যমে দায়িত্ব প্রাপ্ত উপজেলাব্যাপী,দল,মত,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানবিকতা গুন সম্পন্ন ব্যাক্তিগনের সমন্বয়ে শক্তিশালী মানবিক টিম গঠন করে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত সার্বজনীন আন্তর্জাতিক মানবাধিকার সনদ বাস্তাবায়নে সচেষ্ট হবেন।
উপজেলার দায়িত্ব প্রাপ্ত মানবতাবাদী নেতৃবৃন্দ কে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে, ন্যায় সঙ্গত মানবিক কাজে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য জেলা প্রশাসনের সর্বমহল ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান রইল।
আপনাদের দীর্ঘ- সুস্থ নেক হায়াত এবং নিরাপদ উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করি।
এগিয়ে যান দূর্বার গতিতে,নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের পক্ষে,মানবতার কল্যাণে,আমরা আছি আপনাদের পাশে।
ইনশা-আল্লাহ.
ধন্যবাদান্তে:-
মুহাম্মদ এম হাসান মাহমুদ
চেয়ারম্যান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ,ঢাকা।
www.cehrla.org, Apps – cehrla.
০১৭১১-৭৮২৪৩৫.