শেখ সাদী (কিশোরগঞ্জ, নীলফামারী): স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা ফাউন্ডেশন বাংলাদেশ’ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত হলেও সংগঠনটি সারা বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের পাশে সবসময় ছিলো। সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে; উল্লেখযোগ্য হলো- বিনামূল্যে রক্তদান কর্মসূচি, রমজান মাসে বিভিন্ন মসজিদ এতিমখানায় শিশুদের মাঝে ইফতার বিতরন, কিশোরগঞ্জ উপজেলায় ১০জন ক্যান্সার রোগীকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান, কিডনি চিকিৎসায় সহায়তা করণ, করোনাকালে ঘরবন্দি মানুষকে খাদ্যদ্রব্য প্রদান, ছিন্নমূল শিশুদের বস্ত্র বিতরণ, শীতের সময় কিশোরগঞ্জ সহ তিন উপজেলায় অসহায় বৃদ্ধ ও বিভিন্ন এতিমখানায় শিশুদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করে, বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান, বিভিন্ন মসজিদে পানির সুব্যবস্থা করার লক্ষ্যে টিউবওয়েল বিতরন, গ্ৰীস্মকালে ফ্যান বিতরণ, বিভিন্ন দূর্যোগ বন্যা, আগুনে পোড়া ব্যাক্তি ও পরিবার বর্গের সহায়তা করণ, বিভিন্ন বিদ্যালয় ব্লাড ক্যাম্পের মাধ্যমে রক্তদানে উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন কর্মসূচি করে যাচ্ছে সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবকরা । সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করছেন প্রবাসী ও বাংলাদেশী অনেক মানবিক ভাইয়েরা।

‘সেবা ফাউন্ডেশন বাংলাদেশ’ এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছাড়া সারা বাংলাদেশে শাখা রয়েছে যারা নিজেদের পরিশ্রম,মেধা ও দক্ষতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে ‘সেবা ফাউন্ডেশন বাংলাদেশ’ এর অসংখ্য স্বেচ্ছাসেবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *