পদের ভারের অহংকার
তোমাকে করছে বেকার,
আজ যে পদে আছ তুমি
পাচ্ছ প্রটোকল ও হাজার সালাম
পদ চলে গেলে ভেবেছ কী তুমি
তোমার পাশে থাকবে না কেউ আর।
যে পদের জন্য তুমি আপনজনদের
প্রতিনিয়ত করছ অবহেলা,
যেদিন হবে ক্ষমতাচ্যুত সেদিন
তোমার পাশে থাকবে নাকো
তোষামোদের অগণিত ভক্তরা।
অসুস্থতায়, বিপদে থাকে না
তোমার কোন তোষামোদকারী,
থাকে শুধু পরিবার ও কাছের মানুষ
দুঃসময়ে আপনজনের দল হয় ভারী।
নিত্য তোমার প্রতীক্ষায়
তোমার সান্নিধ্য পাবার জন্য
যে করছে আহাজারি,
তাকে অবহেলা করে এখন
তুমি অন্য মানুষের মনের পূজারী।
পদ, খ্যাতি সবই যাবে,
যাবে ক্ষমতা আর সৌন্দর্য,
অবহেলায় রইবে পড়ে উঠোনে
রইবে না আর সেই অহমিকার প্রাচুর্য।
সময় থাকতে করো সাধন
ডাকো সদা তোমার খোদাকে,
মৃত্যুর পরেও পাবে সম্মান
মরীচিকার পিছনে আর যেও না ছূটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *