সিরাজগঞ্জের তাড়াশে ২৪ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৯৮ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) এক বছর যাবত তাদের সরকার নির্ধারিত সম্মানী ভাতা পাচ্ছেন না। ফলে মাঠ পর্যায়ে কাজ করা ওই হেলথ ভলান্টিয়াররা বর্তমানে পরিবাবের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩১ মার্চে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর ডিপিএম (কমিউনিটি মোবিলাইজেশন) প্রকল্পের আওতায় দেশের ২৭ জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়নে ২৪ টি কমিউনিটি ক্লিনিকে ১৯৮ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) নিয়োগ করা হয়। তারা মাসিক তিন হাজার ছয় শ টাকা সন্মানী ভাতার পাশাপাশি নিজ নিজ এলাকায় বিভিন্ন ধরনের টিকা ও ভিটামিন ক্যাম্পেইনে অতিরিক্ত কিছু ভাতা পেয়ে থাকেন।

মুলত: গ্রামীণ জনগণের নিকট মান সম্পন্ন প্রাথমিক স্বাস্থ্য সেবার গ্রহণ যোগ্যতা বাড়ানো ও স¦াস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় সাফল্যজনক ভাবে পৌঁছে দেওয়া প্রতিটি ওয়ার্ডে ও প্রতিটি পরিবারের জন্য গর্ভবতী মা, রোগের তালিকা, খানার সংখ্যা, পরিবারে আয়ের পরিমান ও সদস্য সংখ্যার তথ্য সংগ্রহ করাসহ বিভিন্ন স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভ‚মিকা পালন করাই মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের কাজ।

উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট কমিউনিটি ক্লিনিকের আওতায় কর্মরত হেলথ ভলান্টিয়ার হাদিউল ইসলাম জানান, প্রতিটি ওয়ার্ডে ২’শ ৫০ থেকে ৩’শ পরিবারের গর্ভবতী মা, রোগের তালিকা, খানার সংখ্যা, পরিবারে ব্যয়-আয়ের পরিমান ও সদস্য সংখ্যার তথ্য সংগ্রহ করে তা এ্যাপসের মাধ্যমে আপলোড করা, সপ্তাহে দুই দিন করে সিসিতে দায়িত্ব পালন, মাসে একদিন সাব বøকে ইপিআই কাজ করে থাকেন। কিন্তু দীর্ঘ এক বছর হলো তারা তাদের কোন সন্মানী ভাতা ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক পান না।

এ দিকে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন তাড়াশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শোলাপাড়া কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ফিরোজ্জামান হিরা বলেন, সম্মানীভাতা এসেছে এবং জেলার বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে বিতরণও করা হয়েছে। অথচ তাড়াশ উপজেলা সম্মানীভাতা ১৯৮ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার কেন পাচ্ছেন এটা বোধগম্য নয়।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মনোয়ার হাসান বলেন, ১৯৮ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াদের সম্মানী ভাতার কিছু কাজ উপজেলা হিসাব রক্ষণ অফিসে চলমান আছে। কাজ শেষ হলে তাদের কে ভাতা দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *