পাঠ্য হবে শিক্ষার মূল

খুলবে জ্ঞানের বাতি,

চতুর্দিকে জ্বালাবে আলো

সঠিক শিক্ষার নীতি ।

 

সেই শিক্ষা নীতি যদি হয়

ভুলে ছড়া-ছড়ি,

ছাত্র-ছাত্রী শিখবে কি

দিয়ে অর্থ কড়ি ?

 

ভুলে ভুলে তাদের জীবন

হয়ে যাবে ভরা,

শিক্ষা থেকে বিদায় নিয়ে

বইবে লাঙ্গল জোড়া ।

 

এমন শিক্ষা দেশের ক্ষতি

ভাবো গুণী যারা,

শিক্ষা থেকে বিদায় করো

অশ্লীল মন্দ পড়া ।

 

সঠিক শিক্ষা প্রয়োগ করো

মোদের এই দেশে,

বিশ্বের মাঝে ছড়িয়ে পড়বে

দেশের খ্যাতি যশে ।

 

বিজ্ঞ মেলায় দেশের নামটি

হবে উচ্চ সেরা,

দেশের মাঝে ছড়িয়ে যাবে

ভালোবাসার মায়া-ঘেরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *