লেখক, মোহাম্মদ আলী (বি.কম)।

মা আমার মা,
তোমার হয় না যে,
অন্য কারুর সাথে তুলনা,
মা গো তুমি ছিলে যখন,
আদরে সোহাগে আনন্দ উল্লাসে,
জীবনটা ভরপুর ছিল তখন।
তুমি চলে গেলে যখন,
আদর সোহাগ আনন্দ উল্লাস,
জীবন থেকে হারিয়ে গেল তখন।
মা গো,দশ মাস দশ দিন গর্ভে রেখে,
তুমি আমায় এই ভুবনে জন্ম দিলে,
বিনিময়ে কিছুই যে না নিলে।
মা গো তুমি আমায়,
করিতে লালন-পালন,
সুখ শান্তি দিয়েছ বিসর্জন।
এই ভুবনে কিছু দিলে বিনিময়ে কিছু মিলে,
মা গো তুমি শুধু আমায় দিলে গেলে,
বিনিময়ে কিছুই যে না নিলে।
মা গো শত ব্যস্ততার মাঝে,
আমার কতই না কষ্ট যন্ত্রণা,
তুমি হাসিমুখে সহ্য করেছিলে,
কখনো তুমি রাগ করে বিরক্ত না হলে।
মা গো তোমার মত এমন আপন,
এই ভুবনে কি আর কেউ মিলে।
মা গো তুমি বিনাশ্বার্থে নিতে খোঁজখবর,
স্বার্থ ছাড়া কেউ নেই না আর,
তোমার ছেলের খোঁজ খবর।
প্রতিদিন কতই না কন্ঠে,
মা গো আমায় ডাকে,
তুমি কেন তোমায় কন্ঠে,
মা গো আমায় আর না ডাক।
মা গো শত সহস্র মানুষের মাঝে,
এই দু-চোখ শুধু তোমায় খোঁজে,
মা গো কি করে তোমাকে তাহা বুঝাই,
এই দুচোখ শুধু তোমাকে দেখিতে চাই।
এই খবরটা কি করে তোমার নিকট পৌঁছায়।
মা গো তোমার আদর সোহাগ স্মৃতিগুলো,
মনে পড়ে যখন, কিছুই ভাল লাগে না তখন,
মা গো তোমাকে হারানোর,
কষ্টের যন্ত্রণায় হৃদয়ে রক্তক্ষরণ করে,
দু-চোখে অশ্রু ঝরে।
মা আমার মা,
তোমার হয় না যে,
অন্য কারুর সাথ তুলনা।
মা গো তুমি চলে গেলে ২৯ শে জানুয়ারি,
তোমার আদর সোহাগ স্মৃতিগুলো,
হৃদয় থেকে আজও ভুলিতে না পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *