পিরোজপুর,প্রতিনিধিঃ

পিরোজপুরে কাউখালীতে করোনাকালীন দুই বছর আন্তঃ প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকার পর গত ১৯মে ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর পাঁচটি ইউনিয়নের ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। ইউনিয়ন পর্যায়ে প্রথম স্থান অধিকারীদের অংশগ্রহণে পুনরায় আবার কাউখালী সরকারি বয়েজ স্কুল মাঠে গতকাল সোমবার ইউনিয়ন পর্যায়ে ভিন্ন খেলাধুলায় প্রথম স্থান অধিকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এসময় উপজেলার পাঁচটি ইউনিয়নের ওই ৬৭ টি স্কুলের বিজয়ী ছাত্রীরা উপজেলা পর্যায়ে বিভিন্ন গ্রুপে মোট ৫০টি বিষয় অংশগ্রহণ করেন। এতে উপজেলার সদর ইউনিয়নের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, ২ নং আমড়াজুড়ি ইউনিয়নের কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং চিরাপাড়া ইউনিয়নের সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন
বিষয়ের উপর প্রথম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। অনুষ্ঠানে পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সুব্রত রয়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শিক্ষক মুখলেসুর রহমান খান, মোঃ মামুন অর রশিদ খান, আবুল কালাম, আব্দুস সালাম,লিটন কৃষ্ণ কর প্রমূখ। সময় উপজেলার সকল স্কুলের শিক্ষক প্রতিনিধি ছাত্র অভিভাবক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় জানান উপজেলা পর্যায়ে বিজয়ীরা আগামী ৮ জুন জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিজয়ী ছাত্রছাত্রীরা পুরস্কার হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *