কবি ও লেখকঃ
নিলুফার ইয়াসমিন মিলি


জাগ্রত চিত্তে কালের সাক্ষী হয়ে কেটে যায় দিন,ক্ষণিকের এই চলার পথে শিখেছি যতটুকু
ভুল যেন বেশি তার ঢের বেশি।
হোঁচটে হোঁচটে ছারখার জীবন!
মনুষ্যত্বের মানদন্ডে দাঁড়িয়ে মেনে নিতে হয় সবকিছু।পারিনি পিছু হটতে আজ ও,বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করি বারবার,কে আপন কে পর?ভালবাসার অষ্টপ্রহরে জড়ানো এ ভূবনে দেনাপাওনার হিসেব নিকেশ।কে কতটুকু দিল, কে কতটুকু পেল ?তারই হিসেব কষতে সময় পার। রঙের মানুষ,ভবের দুনিয়াদারি!
চলছে রং বাহারি দিন। মনের আত্নিক অবগাহনে,স্মৃতির পশরা সাজিয়ে,এ ভূবন তলে।
তারই মাঝে বহমান সুখ দুঃখের নদী,কখনো জোয়ার কখনো ভাটা!কখনো খরা কখনো প্লাবন,এভাবে কেটে যায় জীবন নদীর ধারা। কেহ নাহি বোঝো কিভাবে যায় দিন!এভাবে একদিন ফুরিয়ে যাবে দিন।
শুধু রয়ে যাবে কিছু কথা, কিছু স্মৃতি মন মানুষের আয়নায়, হৃদয়ের মাঝে,কিংবা ডায়েরির প্রতিটি পাতায় লেখা হবে
কালের সাক্ষী হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *