কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে মোবাইল কোট
(এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান হয় গোপন সংবাদ ও পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তার তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল নিয়ে সেখানে উপস্থিত হলে দেখা যায় যে, একজন দোকানদার সারের ডিলার/সাবডিলার না হয়েও লাইসেন্স ব্যতীত দীর্ঘ ৪/৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে অাছেন। তাছাড়া, বেশি দামে কীটনাশক ও সার বিক্রয় করছে। মেয়াদ উত্তীর্ন কীটনাশক বিক্রি করছে। স্থানীয় উপস্থিত লোকজনও উক্ত দোকানদারের নামে অভিযোগ করেন। পরবর্তীতে, কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনাকালে উক্ত আইনে ১ টি মামলায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা কষি অফিসার, দৌলতপুর ও দৌলতপুর উপজেলার পুলিশের একটি টিম সহযোগিতা করেন। উল্লেখ্য, উক্ত দোকানের সার কৃষকের মাঝে নায্য মূল্যে বিক্রির যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *