কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানার পেমই তদন্তকেন্দ্রের পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩৪০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
এঘটনায় পেমই তদন্তকেন্দ্রের এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো কেন্দুয়া উপজেলার রাজনগর গ্রামের ওহেদ আলী ছেলে সিরাজুল ইসলাম (মেনু) (৪০), চিটুয়া নওপাড়া গ্রামের রতন খাঁনের ছেলে ফরিদ খাঁন (৩০),আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩৮),ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাকচর গ্রামের আলাল উদ্দিন ভূঁইয়া ছেলে লিটন ভূঁইয়া(৩৫) তার স্ত্রী লাইলী (৩৪), কুলধূরায়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মাহবুব (৩১)। কেন্দুয়া থানা দ্বায়িত্বরত এসআই মাহাবুব চাকলাদার জানান,গোপন সংবাদে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দেহ তল্লাশি করে তাদের কাছে ৩৪০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মামলা দায়ের পর তাদেরকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *