কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনা কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামে শতবর্ষী একটি খেলার মাঠে প্রশাসনের গুচ্ছগ্রাম না করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৮ মে) সকাল ১১টায় উক্ত মাঠে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে মাঠটিকে ঠিক রেখে মাঠের পাশের খাস জমিতে গুচ্ছগ্রাম করার জন্য দাবি জানিয়ে অংশগ্রহণ করেন বলাইশিমুল, বেজগাঁও ও রাজাইল গ্রামের মানুষজন। এ সময় মাঠটিকে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন- অবসর প্রাপ্ত শিক্ষক মিজানুর রহমান বিএসসি, শামীম আহম্মদ, আতিকুর রহমান চুন্নু, হাবিবুর রহমান প্রমূখ। তারা বলেন, বলাইশিমুল মৌজায় ১নং খতিয়ানের বিআরএস-৩৬১২ দাগের ১ একর ৮০ শতাংশ ভূমিতে শত বছর পূর্বে মাঠটি প্রতিষ্ঠিত হয়। এই মাঠে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গ্রামবাসী ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছেন। আমরা জানতে পারি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহোদয়ের কার্যালয় হতে মিস কেইসের মাধ্যমে শ্রেণী পরিবর্তন করে মাঠটিতে উপজেলা প্রশাসন কর্তৃক গুচ্ছগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। মাঠটিতে গুচ্ছগ্রাম না করে খেলাধুলা করার জন্য উম্মুক্ত রাখার দাবি জানিয়ে ১৬০ জন এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। উক্ত মাঠে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার জোর দাবি জানিয়ে এলাকার যুবক, বৃদ্ধ ও শিশু-কিশোরসহ কয়েক’শ লোক মানববন্ধনে অংশ নেন। এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জানান, সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় আমরা এই মাঠের ১ একর ৮০ শতক ভূমির মধ্যে ৫০ শতক ভূমিতে মাঠের পূর্বপার্শ্বে গুচ্ছগ্রাম করবো এবং ১.৩০ শতক ভূমি খেলার মাঠের জন্য থাকবে। আমরা সরকারের মাধ্যমে নিয়ে মাঠের উন্নয়ন কাজ করতে চাই। পাশাপাশি মাঠে খেলাধুলার পরিবেশ সুন্দর করতে গুচ্ছগ্রামের বাসিন্দারাও ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে রোববার (২৯ মে) আমি মাঠে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *