রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে একটি রাজনৈতিক দলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে কথিত ‘ক্যাশ’ কামালকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে, বইছে মুখরুচোক নানা গুঞ্জন। স্থানীয়রা বলছে, কে এই ক্যাশ কামাল যাকে ঘিরে সব ক্যাঁচালের সৃষ্টি হচ্ছে ? দেশের প্রাচীনতম,সর্ববৃহত-জনপ্রিয় ও ঐতিহাসিক একটি রাজনৈতিক দলের বিপদগামী একশ্রেণীর বগী (অ্যাকামা) নেতা দল, নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানী-বিশ্বাসঘাতকতা করে নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, নেতাকর্মীরা যাদের গণদুশমন অ্যাঙ্খা দিয়ে বয়কট করেছে, নেতৃত্ব পরের কথা দলে তাদের অবস্থান সহ্য করতে পারছেনা। অথচ ক্যাশ কামাল এদের নেতৃত্ব দেবার প্রলোভন দিয়ে তাদের ঘটিবাটি বিক্রি করা ক্যাশ হাতিয়ে নিয়ে সব শেষ করে দিয়েছে। এদিকে ক্যাশ কামালের প্রলোভনের জালে জড়িয়ে এরা সর্বস্ব ক্যাশ কামালের হাতে তুলে দিয়ে সব শেষ করে নিঃস্ব হয়ে নেতাদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে, আর ক্যাশ কামাল ক্যাশ হাতিয়ে নিয়ে ঢাকায় বিলাস জীবনযাপন করছে। ক্যাশ কামালের মুল টার্গেট দলটির কমিটি গঠনে বাণিজ্য করা। এভাবে অর্থব অজনপ্রিয়দের পদ-পদবী দেবার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে নেতাকর্মীদের মাঝে আলোচনা রয়েছে। তৃণমুলের ভাষ্য, ক্যাশ কামালকে এসব কর্মকান্ড থেকে বিরত করতে না পারলে দলটি আগামিতে সাংগঠনিকভাবে বড় ধরণের ক্ষতির মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *