মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনা কৃষি মন্ত্রণালয়ের সচিব বলেন,
বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিল মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তন করা। বঙ্গবন্ধুর হাত ধরে আমরা শুধু স্বাধীনতাই অর্জন করিনি, তাঁর সুদুরপ্রসারী চিন্তার ফলে পঞ্চাশ বছর পরে বাংলাদেশ বিশ্বের বৃহৎ উৎপাদনশীল দেশের তালিকায় অবস্থান করে নিয়েছে। এ ছাড়াও -ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় ১৪ জুন ২০২২ খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজীর আলম এ কর্মশালায় সভাপতিত্ব করেন। উক্ত কর্মশালায় কি-নোট উপস্থাপন ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উক্ত অনুষ্ঠানে মেট্রোপলিটন কৃষি অফিসার দৌলতপুর খুলনা কৃষিবিদ হুসনা ইয়াসমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ডিএই খামারবাড়ি ঢাকার সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, ডিএই খুলনা অঞ্চল,খলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক। এ দিকে দিনব্যাপী এ কর্মশালায় খুলনা অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের ডিএই এর কর্মকর্তাসহ এসসিএ, এআইএস, বিনা, এসআরডিআই, বারি, ব্রি,বিএডিসি, কৃষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩০ জন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *