শেখর মজুমদার পিরোজপুর প্রতিনিধি,

নদী পথে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এর পর্যটকরা ঘুরে গেলেন স্বরূপকাঠি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় স্বরূপকাঠী আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ঘুরে ট্রলারযোগে ২৮ পর্যটক (২৭ জন সুইজারল্যান্ডের ও ১জন জার্মান নাগরিক) নেছারাবাদ থানায় পৌছান বেলা ১০ টায়। থানায় পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ও ওসি আবির মোহাম্মদ হোসেন। কুশল বিনিময়ের পর পর্যটকরা উপজেলা সদরের পৌর শহরের মূল বন্দর ঘুরে দেখেন। এরপর একপর্যায়ে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভাসমান কাঠের বাজার ঘুরে দেখেন। এসময় তারা বিভিন্ন ব্যবসায়ী, দোকানীদের সাথে কুশল বিনিময় করেন। পরে পর্যটকরা ট্রলার যোগে বানারীপাড়া চলে যান। সার্বক্ষণিক তাদের সাথে থেকে সহযোগীতা করেণ নেছারাবাদ থানা পুলিশ, এনএসআই, ডিএসবি কর্মকর্তাগন সাথে ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *