কবি এস.পি.সেবু
(ভ্রাম্যমাণ প্রতিনিধি) :

এম.এ.একাডেমী ইউকের প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ বিটিভির তালিকাভুক্ত গীতিকার, একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত সংগীত রত্ন, সিলেট (বিশ্বনাথের) কৃতিসন্তান গীতিকার আছাব আলী আজ ২৮ শে জুলাই বৃহস্পতিবার স্বদেশ প্রত্যাবর্তন করেছেন।

গুনী এ সংগীতের কৃত্তিমান মনীষির সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভি.আই.পি.লাউঞ্জে পৌছলে সিলেট,মৌলভীবাজার, হবিগঞ্জ,সুনামগঞ্জ সহ স্থানীয় অঞ্চলের বাউল,গীতিকবি, শিল্পি ও সংগীত অনুরাগীগন তাঁকে ফুলেল শুভেচ্ছা,উত্তরীয় ও ক্রেষ্ট প্রদান করে বরণ করে নেন।
এসময় সিলেট সহ স্থানীয় প্রায় একশতটির বেশী অনলাইন, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিষ্টার আছাব আলী মিডিয়ার মুখোমুখি হয়ে দেশ জাতির কল্যানে বাউল গান, সংগীত, সামাগীতির প্রসংসা করে, সত্য ন্যায়ের পথে আজীবন সংগ্রাম চালানোর আহবান ব্যক্ত করেন।

সংগীতের নামের অশ্লীলতা সৃষ্টিকারী, নিন্দুকদের বিরুধীতা করে তিনি কঠোর হুশিয়ারী দেন, তিনি আরো বলেন, সংগীত মনের খোরাক ও পবিত্র আত্বার অব্যাক্ত আকুতি, এটাকে নিয়ে ছিনিমিনি করা কিছু উগ্রশ্রেনীর কাজ।

সব ধরনের হুমকি বাঁধা উপেক্ষা করে আজ আমরা এগ্রিয়ে যাবো।

এর পর সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃত্বে প্রায় পাঁচশত মোটর বাইক দিয়ে শোডাউন করে তাঁকে তাঁর বাসায় পৌছে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *